ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান আবারও ক্লাস শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু হয়েছে। 

শিক্ষার্থীরা আবারও স্কুলে আসতে পেরে উদ্ভাসিত ও আনন্দিত। 

কালিয়াকৈরে ভৃঙ্গরাজ তালিবাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল রহমান জানান, গত জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। করোনার দাপট কমে আসায় মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি